।। সুভাষ চন্দ্র ।।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, উলিপুর শাখাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন) দুপুরে উলিপুর উপজেলা প্রশাসন উলিপুর বাজারস্থ মিউচ্যুঢাল ট্রাস্ট ব্যাংকের শাখা লকডাউন ঘোষণা করেন।
উল্লেখ্য উলিপুরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক শাখার দুজন কর্মকর্তা করোনা পজিটিভ হন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, পজিটিভ ব্যক্তিদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের সাথে থাকা কর্মকর্তাদেরও নমুনা সংগ্রহ করে, হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পর্যায়ক্রমে ব্যাংকের সকল স্টাফের নমুনা পরীক্ষা করা হবে।
এদিকে ব্যাংক কর্মকর্তাদের নমুনা পরীক্ষা করোনা পজিটিভ আসায় ব্যাংকের কর্মচারী ও গ্রাহকদের মাঝে বেশ আতঙ্ক লক্ষ্যনীয়।
জেলার সিভিল সার্জন মো. হাবিবুর রহমান ব্যাংক লকডাউনের কথা স্বীকার করে, সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্য নীতি যথাযথভাবে মেনে চলার আহবান জানান।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, উলিপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম উলিপুর ডট কমকে মুঠোফোনে ব্যাংক লকডাউনের কথা স্বীকার করে জানান, ১৭ জুন বুধবার থেকে আগামী ২০ জুন শনিবার পর্যন্ত লোকডাউন থাকবে। তিনি আরো বলেন, রোববার থেকে যথারীতি ব্যাংকের সকল কার্যক্রম চলবে।