।। আব্দুল মালেক ।।
উলিপুরে অস্বচ্ছল ও গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পে গঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধাগণ। বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে প্রায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারিভাবে উপজেলায় ৫৩ অস্বচ্ছল ও গৃহহীন মুক্তিযোদ্ধা ও তার পরিবারের জন্য আবাসন প্রকল্পের ঘর নির্মানের বরাদ্দ আসে। নিয়মানুযায়ী ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরকে প্রকল্পের সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সদস্য সচিব এবং উপজেলা প্রকৌশলী কে.কে এম সাদেকুল আলমকে সদস্য করা হয়। কমিটিতে সভাপতির প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুর আপন ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়। কমিটিতে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নাম জানাজানি হলে সাধারণ মুক্তিযোদ্ধাগণ ক্ষুব্ধ হন। দুই মুক্তিযোদ্ধাকে বিতর্কিত অভিহিত করে কমিটির থেকে অপসারণ করে নতুন করে কমিটি গঠনের দাবী করেন বক্তারা। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে তার প্রতিনিধি মনোনয়ন দেয়ায় মুক্তিযুদ্ধের চেতনাা ও আদর্শ ভুলন্ঠিত করা হয়েছে বলেও বক্তরা অভিযোগ করেন। এছাড়া, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পে সুবিধাভোগী বাছাইয়ে বিএনপিপন্থি মুক্তিযোদ্ধাদের পূর্নবাসনের হীন চক্রান্তের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও অভিযোগ করেন মুক্তিযোদ্ধাবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন. সাবেক কমান্ডার আলহাজ্ব এমডি ফয়জার রহমান, সাবেক ডেপুটি কমান্ডার রবিউস সামাদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমূখ।
পরে মুক্তিযোদ্ধাগণ একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেন। স্বারকলিপি সূত্রে জানা গেছে, সংসদ সদস্য কর্তৃক মনোনীত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) দাখিলকৃত অভিযোগ বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া তিনি বিগত সময়ের দুই দফায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে নির্বাচন করে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের কাছে হেরে যান। এসময় গোলাম হোসেন মন্টুসহ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটির বেশিরভাগ সদস্য প্রকৃত মুক্তিযোদ্ধা নন মর্মে স্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
উলিপুর ডট কমের পক্ষ থেকে উলিপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি মানববন্ধনে বক্তাদের বক্তব্যগুলো বিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করে বলেন, গঠিত কমিটি সুষ্ঠুভাবে কাজ করছে। সরকারী নিয়মের বাইরে কোনো কাজ করা হয়নি এবং প্রাপ্যতার অধিকারীদেকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা আরও বলেন, কমিটির কার্যক্রমে তার ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত নেয়া হয়েছে কমিটির সকল সদস্যের মতামতের আলোকে। সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানার জন্য তিনি অনুরোধ জানান।