।। চন্দন কুমার সরকার ।।
কুড়িগ্রাম জেলা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং জেলা পুলিশের নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) প্রাপ্ত প্রতিবেদনে তারা করোনা পজেটিভ সনাক্ত হন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ‘ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক তৈয়ব আলী সাহেবের করোনা পজেটিভ হওয়ার খবর শুনেছি। তবে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানতে পারিনি।’
দুই দিন জ্বরে ভুগে নমুনা দেওয়ার পর করোনা পজেটিভ হয়েছেন জেলা পুলিশের নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান। তবে তিনি বর্তমানে কোনও উপসর্গ ছাড়া সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।
এসপি বলেন,‘ আক্রান্ত পুলিশ কর্মকর্তা উপসর্গ ছাড়াই সুস্থ্য রয়েছেন। এরপরও তাকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার (১৫ জুন) পাওয়া তথ্য অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৬। এরমধ্যে জেলা পুলিশের মোট ৮ জন সদস্য করোনা পজেটিভ হয়েছেন। জেলার একমাত্র ব্যক্তি হিসেবে পুলিশের এক পরিদর্শক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সুস্থ্য হয়েছেন তিন সদস্য।