।। চন্দন কুমার সরকার ।।
উলিপুরে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে রামকৃষ্ণ চন্দ্র (৩৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পূর্ব আঠারো পাইকা গ্রামে। নিহত রামকৃষ্ণ ওই গ্রামের মনোরঞ্জন চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে রামকৃষ্ণ চন্দ্রের সাথে স্ত্রী পূর্ণিমা রাণী ও বাবা মনোরঞ্জণ চন্দ্র বর্মনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হয়। বাবা ও স্ত্রীর সাথে ঝগড়ার পর অভিমান করে সকলের অগোচরে তিনি শয়ন ঘরের আঁড়ার সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। পরে রামকৃষ্ণর শিশু সন্তান বাকপ্রতিবন্ধী নয়ন (৭) পিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদেরকে টেনে ঘরে নিয়ে আসে। পরে স্বজনরা রামকৃষ্ণকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ডেকে আনেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।