।। চন্দন কুমার সরকার ।।
ফুলবাড়ীতে নবনির্মিত আধা পাকা ভবনের নির্মানাধীন সেফটিক ট্যাংকের পানির বিষক্রিয়ায় শ্রমিকসহ ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগাহাট বাজারে। নিহত যুবকরা হলেন- উপজেলার অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন (২৫) ও আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে সুজন মিয়া (৩৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (১২জুন) শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার গংগাহাট বাজার সংলগ্ন ফুলবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়ালের নির্মানাধীন কক্ষের ভিতর ২০ ফিট গভীর ল্যাট্রিনের সেফটিক ট্যাংকের কাজ চলছিল। ওই ট্যাংকের ভিতরের নির্মান সামগ্রী সরানোর জন্য শ্রমিক আল-আমিন ভিতরে প্রবেশ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলে আল-আমিন। তাকে উঠানোর জন্য উৎসুক সুজন মিয়া উদ্ধার করতে ওই ট্যাংকের গভীরে নামে। এ সময় সেও জ্ঞান হারিয়ে পানিতে নিখোঁজ হয়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশ ও পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ ভ্যান ও এম্বুলেন্স যোগে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম তাদেরকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, প্রায় ৩০ মিনিটের অভিযানে ২০ ফুট গভীর সেফটিক ট্যাংক থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেফটিক ট্যাংকে পড়ে মৃত দুই ব্যক্তির ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।