|| নিউজ ডেস্ক ||
উলিপুরে করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে থাকা ৫শ’ গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) নামে সমাজসেবামূলক একটি বেসরকারি সংস্থার কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরনের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন, সংগঠনের প্রতিনিধি রথীন্দ্র প্রসাদ পান্ডে, বিশিষ্ট লেখক ও উলিপুর ডট কমের সম্পাদক আবুহেনা মুস্তফা, সমাজসেবক নজরুল ইসলাম, তপন সেনগুপ্ত, মিনহাজ আহম্মেদ মুকুল, আপন আলমগীর প্রমুখ।
ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫শ’ অসহায় পরিবারকে ত্রাণ হিসেবে বিতরণকৃত সহায়তা প্যাকেজে ছিল চাল, তেল, আটা, লবন ও চিনি।
ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষে ত্রাণ বিতরণ কাজের সমন্বয় করেন সংগঠনটির প্রতিনিধি ও উলিপুর লোকজ উৎসব পরিষদের আহ্বায়ক রথীন্দ্র প্রসাদ পান্ডে।