।। আব্দুল মালেক ।।
উলিপুরে নতুন করে ঢাকা ফেরত ২ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
জানা গেছে, গত ৩০ মে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই যমুনা ফকিরপাড়া গ্রামের মুন্সিগঞ্জ ফেরত রাজমিস্ত্রি (৩২) বাড়িতে আসেন। এরপর ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ৪ জুন তার নমুনা সংগ্রহ করেন।
অপরদিকে, গত ২জুন উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া মিয়াপাড়া গ্রামের ঢাকা ফেরত এক গার্মেন্টস কর্মি (৩২) বাড়িতে আসলে গত ৪ জুন তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৯ জুন) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের ফলাফল অনুযায়ী তাদের শরীরে কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার রাতে আক্রান্ত দুই ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।