।। আব্দুল মালেক ।।
উলিপুরে ‘আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্প’এর অধীনে গরু খামারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপণী দিনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. তান্ভীক জাহান। প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা. আব্দুল হাই সরকার, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকতা ডা. মকবুল হোসেন, জেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহারিয়ার তালুকদার, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা রুহুল আমিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন খামারী প্রশিক্ষণে অংশ নেন।
উলিপুরে গরু হৃষ্ট পুষ্টকরণ খামারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.