।। আব্দুল মালেক ।।
উলিপুরে এক নরসুন্দরসহ আরো ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উলিপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১জনে। রবিবার (৩১ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফল অনুযায়ী তাদের শরীরে কোভিড-১৯ অস্তিত্ব পাওয়া যায়। সূত্র জানায় এ পর্যন্ত উপজেলায় ২’শ ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল এসেছে ২’শ ৯ জনের। এর মধ্যে ১১জনের শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে। তাদের মধ্যে ১জন প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন।
জানা গেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কামারপাড়া গ্রামের কিশোর নরসুন্দর (১৯) এবং পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামের যুবকের (৩০) নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফল অনুযায়ী তাদের শরীরে কোভিড-১৯ অস্তিত্ব পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান রাতে আক্রান্ত দুই ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হবে। সেই সাথে তাদের পরিবারের লোকজনের নমূনা সংগ্রহ করা হবে।