|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে ট্রেন চলাচল। দুটি গ্রুপে ভাগ করে ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে প্রথমে ‘ক’ গ্রুপে রাখা ট্রেনগুলো ৩১ মে থেকে পরিচালনা করা হবে। আর ‘খ’ গ্রুপে রাখা ট্রেনগুলো ৩ জুন থেকে চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রয়েছে ‘খ’ গ্রুপে। ফলে আগামী ৩ জুন থেকে এটি যাতায়াত করবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মোট আসনের ৫০ শতাংশের টিকিট বিক্রি হবে এবং সব টিকিটই অনলাইনে বিক্রি হবে।
এক সিটে যাত্রী ও এক সিট খালি এই নিয়মে ট্রেনটি চলাচল করবে। যাত্রীদের অনলাইনে টিকিট ক্রয় করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সারিবদ্ধভাবে ওঠানামার সময়ে যাত্রীদের পরস্পর থেকে এক মিটারেরও বেশি দূরত্ব বজায় রাখতে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে।
কুড়িগ্রাম এক্সপ্রেস চলবে ৩ জুন থেকে, সব টিকিট অনলাইনে
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.