|| নিউজ ডেস্ক ||
উলিপুরে নববিবাহিত মেয়ের শ্বশুরবাড়ি থেকে বৌভাতের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে কনের বাবা ও এক নারীসহ ৪ জন নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যায় উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ধরলা নদীতে নৌকাডুবির এ ঘটনাটি ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, কনের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম (৬১), নুর ইসলাম (৫২) ও কামরুজ্জামান (৪২)। এরা সবাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়ার বাসিন্দা।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুন (১৯) এর সাথে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদী বিচ্ছিন্ন চর কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হাই এর পুত্র আলমগীর হোসেন (২২) এর সাথে গত মঙ্গলবার বিয়ে হয়। বুধবার বরের বাড়ি থেকে বৌভাতের দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪৫ থেকে ৫০জন লোক নৌকাযোগে বাড়ির পথে রওনা দেয়। এসময় নদীতে কিছুদূর আসার পরই নৌকাটি বৃষ্টি ও বাতাসের কবলে পরে। নৌকায় থাকা লোকজন বৃষ্টি থেকে রেহাই পেতে পলিথিন নিয়ে টানাটানি শুরু করলে নৌকাটি উল্টে যায়। এসময় অন্যান্য লোকজন সাঁতরিয়ে কিনারায় আসতে পারলেও কনের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম (৬১), নুর ইসলাম (৫২) ও কামরুজ্জামান (৪২) উঠতে পারেনি। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।
বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার বলেন, খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আসলেও ডুবুরী না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করবে বলে জানান চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চালালেও বুধবার রাত পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন। ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তারা উদ্ধার অভিযানে অংশ নেবেন।