।। নিউজ ডেস্ক ।।
করোনাভাইরাসের মহামারীতে কর্মহীন ২৬০টি পরিবারের মুখে হাসি ফোটাতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ঢাকা ও কুড়িগ্রামে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব রুস্তম আলী খোকনের নেতৃত্বে ২৯ রোজায় ঢাকার শ্যামলী, মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় ৬০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অন্যদিকে ২৯ এবং ৩০ রোজায় ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে মাওলানা রোকনুজ্জামান এর নেতৃত্বে, সদর ও পাইকেরছড়া ইউনিয়নে সাংবাদিক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে, নাগেশ্বরীতে রশিদুল ইসলামের নেতৃত্বে, কুড়িগ্রাম সদরে সুজন মোহন্ত এর নেতৃত্বে, ঘোগাদহে নোমান খানের নেতৃত্বে, রৌমারীতে মাসুম বিন তাহমিদ এর নেতৃত্বে এবং রাজারহাট উপজেলায় সোয়াইবুর রহমান সোহাগের নেতৃত্বে মোট ২৬০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। শুরুতেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামুল্যে শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ এবং নিম্নবিত্তদের মধ্যে ১০ টাকায় ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাঠ পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা এই সংগঠনটি।
সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাখাওয়াত স্বপন বলেন”করোনায় সৃষ্ট মহামারীতে সমাজের বিত্তবান মানুষ যদি নিম্নবিত্তদের পাশে দাঁড়ান তাহলে সংকট অনেকটাই কমে আসবে এবং মানুষকে ঘরে রাখা সম্ভব হবে। যারা সেফটি ফাউন্ডেশনের তহবিলে অর্থ সহায়তা ও শ্রম দিয়ে কর্মসূচি সফল করছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।”
সূত্রঃ bartabazar