।। আব্দুল মালেক ।।
বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া ঈদ উপহার পেয়ে খুশি অসহায় দুস্থ্য ১৬১ পরিবার। বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাধিক ডিভিশনের অধিনস্ত ৭২ পদাতিক ব্রিগেড এর ইউনিট ৩০ বীর এ অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার পাশাপাশি খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উলিপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে ৩০ বীর এর ক্যাপ্টেন সিয়াম-এ-নূর এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকার ১৬১ টি পরিবারের মাঝে ৩ কেজি ডাল, ৪ কেজি আটা, আধা কেজি লবন, আধা কেজি চিনি, আধা কেজি সুজি, সেমাই, বিস্কুট ও গুড়ো দুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকসহ বাংলাদেশ সেনাবাহিনী সদস্যবৃন্দ।
৩০ বীর এর ক্যাপ্টেন সিয়াম-এ-নূর বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সম্মানিত সেনা প্রধানের আদেশে সেনাবাহিনী মাঠে থেকে সামাজিক দুরত্ব নিশ্চিত করার পাশাপাশি যেসব অসহায় হত-দরিদ্র নিম্ন আয়ের মানুষ করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভূগছেন তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী দু’বেলা খাবার যোগান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন আমরা মনে করি স্রষ্ঠার পক্ষ থেকে তাদের প্রার্থনার উত্তর হিসেবে কাজ করার সৌভাগ্য অর্জন করছি। করোনা মোকাবেলাসহ খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।