।। সুভাষ চন্দ্র ।।
উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলী গোফপাড়া নয়াগ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে আসলে সাইফুর রহমান নামে এক পল্লী চিকিৎসকসহ দুজন গুরুতর আহত হন। এ ঘটনায় ওই পল্লী চিকিৎসক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের নছির উদ্দিনের পুত্র পল্লী চিকিৎসক সাইফুর রহমান (৪৩) এর সাথে একই গ্রামের আব্দুল করিমের পুত্র উমর আলী (৪৮) গংদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে উমর আলীর লোকজন সাইফুর রহমান ও তার পরিবারের লোকজনকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে গত শনিবার সকালে উমর আলী তার ভাই ছক্কু মিয়া (৪৬) লাল মিয়া (৪২), পুত্র বায়েজিত (২৫), ভাতিজা লিটন মিয়া (২২), মামুন মিয়া (১৮)সহ প্রায় ৩০ থেকে ৩৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দলবদ্ধভাবে হামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এতে আহত হন সাইফুর রহমান ও তার ভাতিজা সবুজ মিয়া।
পরে স্থানীয় লোকজন সাইফুর ও তার ভাতিজা সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় সাইফুর রহমান বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
সাইফুর রহমান বলেন গত শনিবার (১৬ মে) উমর আলী তার পক্ষের লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়ে নগদ অর্থসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিযে যায়। এ সময় আমি এবং আমার ভাতিজা বাধা দিলে আমাদেরকে এলোপাতারি মারপিট করে গুরুতর আহত করে। তাদের বিরুদ্ধে মামলা করায় তারা আমার বাড়িতে গিয়ে আমাকে দেখে নেবে বলেও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।