।। নিউজ ডেস্ক ।।
করোনা ভাইরাসের মহামারীতে ৪র্থ ধাপে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ৩০ জন কর্মহীনদের ঈদের উপহার দিয়েছে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা । সংগঠনটির সুত্রে জানা যায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) – এর অনুদানে কুড়িগ্রাম সদরে ও ভুরুঙ্গামারী উপজেলায় মোট ৩০ জন কর্মহীন নিম্নআয়ের মানুষকে এই ঈদ উপহার দেন তারা । ঈদ উপহার হিসেবে প্রত্যেককে নগদ ২’শ টাকা, চাল ৫ কেজি, তেল ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ৩০০ গ্রাম, গুড়ো দুধ ৫০০ গ্রাম, লেবু ১ হালি, সাবান ১টি, লবন ১ কেজি, আলু ১ কেজি ও পেয়াজ ১ কেজি।
সোমবার (১৮ মে) বেলা ১২টার দিকে সংগঠনটির কুড়িগ্রাম শাখার উপদেষ্টা দুলাল বোস ও স্বেচ্ছাসেবক রাসেল, রুহুল আমিন ও নুর মোহাম্মদ শাহিন বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।
সংগঠনটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুজন মোহন্ত জানান, আমরা ইতিমধ্যে ১ম থেকে ৩য় দফায় ৬৩ জন নিম্ন আয়ের শ্রমজীবিকে সাপ্তাহিকভাবে খাদ্য সহায়তা দিয়েছি যারা সবাই চলমান সংকটের প্রথম উপকারভোগী।