।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে নতুন করে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আক্রান্তদের মধ্যে একজন গাজীপুর ও অপরজন নারায়ণগঞ্জ ফেরত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামের গার্মেন্টস কর্মী (৪৮) গত ২৫ এপ্রিল বাড়িতে আসেন। এরপর করোনা উপসর্গ জ্বর, সর্দি ও কাশি দেখা দিলে গত ১০মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন।
অপরদিকে পার্শ্ববর্তি দুর্গাপুর ইউনিয়নের যমুনা ফকিরপাড়া গ্রামের ৩২ বছর বয়সী এক যুবক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি গত ৪ মে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসলে ৯ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল শনিবার আইইডিসিআর এর ফলাফলে তাদের শরীরে কভিড-১৯ এর লক্ষন ধরা পড়ে। এরপূর্বে বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামে ও হাতিয়া ইউনিয়নের নয়াগ্রামে একজন করে কভিড-১৯ এ আক্রান্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার বলেন গতকাল শনিবার রাতে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ওই দুই যুবকের করোনা আক্রান্তের ফলাফল আসে। আমরা রাতেই আক্রান্তদের বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউন ঘোষানা করছি। আজ রবিবার আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।