|| ডেস্ক রিপোর্ট ||
করোনা দুর্যোগে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি কর্তৃক কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় ‘নগদ অর্থ সহায়তা কার্যক্রম’ – এর অংশ হিসেবে বৃহস্পতিবার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামে কিছু হতদরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সমিতির নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রূপম রাজ্জাকের ব্যবস্থাপনায় এ সহায়তা কার্যক্রমে নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সমাজসেবক মতিয়ার রহমান ব্যাপারী।
অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও শিক্ষক মাহাবুবার রহমান, ব্যবসায়ী নুর ইসলাম ও স্বেচ্ছাসেবক আইয়ুব আলী।
কুড়িগ্রাম সমিতির বর্তমান কার্যক্রম নিয়ে জানতে চাইলে মহাসচিব সাইদুল আবেদীন ডলার বলেন, করোনার শুরুতে আমরা সমিতির পক্ষ থেকে খাদ্য সহায়তা ও পিপিই প্রদানসহ বিভিন্নভাবে জেলার অসহায়দের পাশে দাঁড়িয়েছি। এছাড়া সমিতির সদস্যগণও নিজ নিজ জায়গা থেকে কাজ করেছে। কিন্তু এই মুহুর্তে নগদ অর্থ সহায়তা খুব কার্যকরী হতে পারে ভেবে ৯টি উপজেলায় আমাদের প্রতিনিধিদের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছি।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান বলেন, কুড়িগ্রাম সমিতি ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে যেকোনো দুর্যোগে জেলার মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই অংশ হিসেবে বর্তমান দুর্যোগেও আমরা সাধ্যমত চেষ্টা করছি। তিনি কুড়িগ্রাম সমিতির নির্বাহী কমিটি, আজীবন সদস্য, সদস্য ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।