|| নিউজ ডেস্ক ||
উলিপুর উপজেলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট দুইজন করোনা রোগী শনাক্ত হলো।
আক্রান্ত ব্যক্তি উপজেলার বাজরা ইউনিয়নের পুর্ব বজরা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তির বাড়িসহ প্রতিবেশির কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, নীলফামারী ইপিজেডে কর্মরত আমিনুল ইসলাম বয়স গত ১০ মে সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে এলাকায় আসেন। পার্শ্ববর্তী চিলমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই উপজেলার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে রংপুর হাসপাতালে পাঠালে বুধবার তার শরীরে কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়।
এর আগে গত ১ মে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।