|| আব্দুল মালেক ||
উলিপুরে মুকুল মিয়া হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দক্ষিন মধুপুর গ্রামের শতাধিক নারী ও পুরুষ ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে উলিপুর শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মসজিদুল হুদা মোড়ে আসলে সেখানে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাবেদ আলী, আয়নাল হক, হাবলুল হক, পেয়ারা বেগম প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দিনমজুর আনছার আলীর পূত্র বিড়ি শ্রমিক মুকুল মিয়া (৪২) – এর সাথে পার্শ্ববর্তী যাদুপোদ্দার গ্রামের শাহাব উদ্দিন মাষ্টারের পুত্রদের সাথে তাস খেলার ভিডিও ধারণ করা নিয়ে বাগ-বিতন্ডা হয়। রবিবার বিকেলে মুকুল মিয়া বাজার থেকে বাড়ী ফেরার পথে আসামীরা বেধড়ক মারপিট করে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ২টার দিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত মুকুল মিয়ার স্ত্রী বিউটি বেগম বাদি হয়ে সোমবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন শাহাব উদ্দিন মাষ্টারের স্ত্রী কাশিয়াগারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম বকুলসহ ৩ জনকে গ্রেফতার করে।