।। আব্দুল মালেক ।।
উলিপুরে তুচ্ছ ঘটনার জেরে মুকুল মিয়া(৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পূত্র আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামে। এঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী শাহাব উদ্দিন মাষ্টার ও তার দুই ভাইয়ের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে নামীয় ১৬ জন ও অজ্ঞাতনামা ১০-১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাহাব উদ্দিনের স্ত্রী বকুল বেগমসহ তিনজনকে আটক করে।
জানা গেছে, ওই গ্রামের পার্শ্বের একটি পরিত্যক্ত মাঠে একদল যুবক ক্রিকেট খেলছিল। এসময় ক্রিকেট খেলার বল পার্শ্বের বাঁশঝাড়ে তাস খেলারত এক ব্যক্তির গায়ে লাগলে সে বলটি পার্শ্বের পুকুরে ফেলে দেয়। বিষয়টি যাদু পোদ্দার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিনের বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্র মিশন মিয়া বাঁশঝাড়ের পাশে বসে তাস খেলার ভিডিও ধারণ করতে থাকেন। ঘটনাটি পাশে দাঁড়িয়ে থাকা উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের আনছার আলীর পুত্র মুকুল মিয়ার (৪২) ভিডিও মুছে ফেলতে বললে তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। পরে রবিবার বিকেলে মুকুল মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে আটক বেধরক মারপিট শুরু করে। ঘটনার সময় মুকুল মিয়ার স্ত্রী বিউটি বেগম(৩৭) ও ছেলে বিদ্যূৎ মিয়া তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করা হয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাঈদুল ইসলাম বলেন মুকুল মিয়া মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারনে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মৃত্যুবরণ করেন।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মুকুল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।