।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কুড়িগ্রাম জেলায় নতুন করে ১০ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুড়িগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
আজ বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
আক্রান্ত ১০ জনের মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার ও জেনারেল হাসপাতালের দুই স্টাফও রয়েছেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) ফুলবাড়ী থানার ওসির করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে বলেন ওসি রাজীবকে ডাকবাংলোর একটি কোয়ার্টারে আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তার গাড়িচালককেও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ থেকে পাওয়া নমুনার ফলাফলে একদিনে জেলায় সর্বোচ্চ ১০ জনের শরীরে করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুইজন স্টাফসহ সদর উপজেলার পাঁচজন, ভুরুঙ্গামারীর তিনজন এবং ফুলবাড়ীর দুইজনসহ মোট ১০ জন।