|| নিউজ ডেস্ক ||
করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে পুরোপুরি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেলেন রৌমারী উপজেলার প্রথম করোনা শনাক্ত রোগী কিশোর গোলাম মোস্তফা (১৭) ও তৃতীয় সনাক্ত নূরুল ইসলাম (২৪)। আজ মঙ্গলবার তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মমেনুল ইসলাম।
গত ৭ এপ্রিল ঢাকার সাভার থেকে কিশোর গোলাম মোস্তফা দাঁতভাঙা ইউনিয়নে তার নিজ বাড়িতে আসে। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায়। ১৩ এপ্রিল ঐ কিশোরের শরীরে করোনার পজিটিভ রিপোর্ট আসে।
এছাড়া, গত ৮ এপ্রিল উপজেলার কাঁঠালবাড়ীর খাঁ-পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম গাজীপুর থেকে বাড়ীতে ফেরেন। ১৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৩ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
ডা. মোমেনুল ইসলাম জানান, করোনা আক্রান্ত ঐ দুজন এখন পুরোপুরি সুস্থ্য। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তাদেরকে ছাড়পত্র দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম।
সূত্রঃ ডিবিসি নিউজ