।। আব্দুল মালেক ।।
উলিপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার কবির নাইন স্টিভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা প্রকৌশলী কে কে এম সাদেকুল আলম, উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজী প্রমুখ।
সভায় প্রধান অতিথি লকডাউন পরিস্থিতি, আক্রান্তদের আইসোলেশনে চিকিৎসা ব্যবস্থা ও ত্রান বিতরণ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।