|| নিউজ ডেস্ক ||
উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। এই প্রথম উপজেলায় কেউ করোনা আক্রান্ত হলেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াগ্রামের ২৯ বছর বয়স্ক ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানায় কাজ করার সময় করোনা উপসর্গ নিয়ে গত ১৩ এপ্রিল বাড়িতে আসেন। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর গত ২৭ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শুক্রবার পাওয়া ফলাফলে তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকারের সাথে কথা বলে জানা যায়, আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করাসহ আগামীকাল শনিবার তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।