।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃহস্পতিবার(৩০ এপ্রিল) একজন নতুন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান। তিনি জানান আক্রান্ত যুবক পৌরসভার বাগডাঙ্গা এলাকার বাসিন্দা, তার বয়স ২৫ বছর এবং তিনি নারায়ণগঞ্জ ফেরত। এ নিয়ে জেলায় ১১ জন করোনা রোগী শনাক্ত হলেন। এর মধ্যে ১০ জনই জেলার বাইরে থেকে বাড়িতে ফিরেছেন। সদর উপজেলায় ০৫ জন, চিলমারী উপজেলায় ০১ জন, ফুলবাড়ী উপজেলায় ০১ জন, রৌমারী উপজেলায় ০৩ জন ও নাগেশ্বরীতে ১ জন।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) বিকেলে ৩২টির রিপোর্ট পাওয়া যায়। এরা হলেন ভুরুঙ্গামারীর ১৩জন, রৌমারীর ৭জন, রাজারহাটের ৬জন, চর রাজিবপুরের ৪জন ও নাগেশ্বরীর ২জন। এর মধ্যে ১জনের রিপোর্টে করোনার অস্থিত্ব পাওয়া যায়। গতকাল পর্যন্ত জেলা থেকে ৪৭১জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এরমধ্যে ৩২৩জনের ফলাফল পাওয়া গেছে।
জেলায় করোনায় আক্রান্ত ১০ জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি।
সূত্রঃ rajarhatbd