|| নিউজ ডেস্ক ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো জেলা লকডাউন। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলো। যাদের অনেকেই দিন কাটাচ্ছে অর্ধাহারে বা অনাহারে। এদের অনেকেই মুখ ফুটে বলতে পারছে না নিজেদের কষ্টের কথা। এমন লোকদেরকে খুঁজে খুঁজে বের করে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছে “শতদল” নামক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে গত দু’দিনে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে নীরবে নিভৃতে অসহায় ৫০টি পরিবারকে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রীর উপহার। প্রতিটি উপহার প্যাকেটে ছিল ময়দা, আলু, ডাল, লবন, চিড়া, গুড়, সাবান, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট।
সংগঠনটির সদস্যরা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা মানুষকে সচেতন করার জন্য লিফলেট প্রদান করছি। এছাড়া হাত ধোঁয়ার জন্য সাবান, জীবাণুনাশক স্প্রে ও নিরাপদে ঘরে থাকার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। বর্তমানে খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৬ সাল থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।