।। নিউজ ডেস্ক ।।
উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্ত ৩০ ব্যাটালিয়নের উদ্যোগে দুঃস্থ ও কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি সুজি ও সবজি।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন সিয়াম-এ-নুর, ওয়ারেন্ট অফিসার রশিদুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার বাহারউদ্দিন প্রমুখ।
সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল আহমেদ জানান, আমরা চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে ও পাড়ায় পাড়ায় গিয়ে সংকটে থাকা শ্রমজীবী মানুষকে খুঁজে বাহির করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে। প্রতিটি পরিবারে জন্য ভবিষ্যতে আরো বড় পরিসরে এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান তিনি।