|| নিউজ ডেস্ক ||
কুড়িগ্রামে সাংবাদিক সুজন মোহন্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের ঘটনায় ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাতে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের পর পুলিশের চাপে ব্যবসায়ীরা মুচলেকা দেন।
উল্লেখ্য, প্রশাসন ঘোষিত লকডাউন উপেক্ষা করে দোকানের অর্ধেক ঝাঁপ খোলা রেখে কৌশলে ব্যবসা পরিচালনা করার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করাকে কেন্দ্র করে বার্তা বাজার পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তের বাসায় গিয়ে হুমকি এবং পরে বাইরে ডেকে নিয়ে গিয়ে লাঞ্চিত করার অভিযোগ উঠেছিল কুড়িগ্রাম শহরের কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার সাদ্দির মোড়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিককে সে সময় প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্ত ব্যবসায়ীরা।
মুচলেকা দেয়ার পর অভিযুক্ত ব্যবসায়ী মামুন আহমেদ জানান, ভুলবশত সাংবাদিকের সঙ্গে অনৈতিক আচরণ করায় তারা অনুতপ্ত এবং বিষয়টি নিজেদের মধ্যে সমাধান হয়েছে।
যেহেতু ব্যবসায়ীরা নিজেদের ভুল বুঝতে পেরে মুচলেকা দিয়েছে, সেহেতু বিষয়টি নিয়ে আর কোনো তিক্ততা নেই বলে জানান সাংবাদিক সুজন মোহন্ত।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, সাংবাদিক ও ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট সমস্যাটির সুরাহা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা তৈরি না হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।