।। নিউজ ডেস্ক ।।
টানা ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল থেকে উলিপুরে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার সকালে উলিপুর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর পৌর শহরের আরও ৩টি সহ মোট ৪টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের।
টিসিবি থেকে সয়াবিন তেল ৮০ টাকা লিটার, ছোলা ৬০ টাকা , মশুর ডাল ৫০ টাকা, চিনি ৫০ টাকা ও খেঁজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলেও জানান তিনি।
স্থানভিত্তিক বিক্রির সময়সূচি হলো – সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা চত্বরে, ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ মিনার চত্বরে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুনাইগাছ মোড় খেওয়ার পাড়ে ও বিকেল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ডাক বাংলো (পুর্ব বাজার) টিসিবির পণ্য বিক্রয় করা হবে। আগামীকাল থেকে শুরু হওয়া এ বিক্রি রমজানের শেষ দিন পর্যন্ত চলবে।
টিসিবির পণ্য বিক্রির খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উলিপুরের গুণী লেখক ও উলিপুর ডট কমের সম্পাদক প্রভাষক আবুহেনা মুস্তফা বলেন, যেহেতু অনেকদিন পর টিসিবির কার্যক্রম শুরু হলো সেটা যেন শুধু রমজান মাসে কার্যকর না থেকে দেশের বর্তমান সংকটকালের পুরোটা চালু থাকে। এতে মানুষ রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানের সেবার সুফল মনে রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, উলিপুরে টিসিবির ডিলারের কার্যক্রম না থাকায় পার্শ্ববর্তী চিলমারী উপজেলার মেসার্স গাউছুল আজম টেডার্স এ উপজেলায় পণ্য বিক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন।