|| জাহাঙ্গীর আলম শাকিল ||
সরকারি নির্দেশনা মেনে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন থেকে ১২০ জন কৃষি শ্রমিককে ধান কাটার জন্য গাজীপুর জেলার জয়দেবপুর পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৩টি গাড়িতে তারা রওয়ানা দেন।
জানা গেছে, হাতিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২০ জন কৃষি শ্রমিক করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে কর্মহীন ছিলেন। পরিবহন সমস্যাসহ প্রয়োজনীয় অনুমতির জন্য এসব শ্রমিক উপজেলা নির্বাহী অফিসার বরাবর জয়দেবপুর যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আবেদন করেন। এরই প্রেক্ষিতে সরকারি নির্দেশ অনুযায়ী উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার সন্ধ্যায় জয়দেবপুরের উদ্দেশ্যে এসব শ্রমিক রওয়ানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ওই ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকতা এএসআই সনচয় কুমার ও ফাহমিদা হক নাইট কোচের মালিক ফজলুল হক প্রমুখ।
হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বলেন, গাড়িতে সামাজিক দূরত্ব তৈরি করে দুই সিট মিলে একজন করে বসিয়ে পাঠানো হচ্ছে। গত বুধবার আমরা ৩১ জন শ্রমিককে জয়দেবপুর পাঠাতে সক্ষম হয়েছি। আশা করি পর্যায়ক্রমে আরও আগ্রহী শ্রমিক পাঠানো যাবে।