|| তালাত মাহমুদ রুহান ||
উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডল পাড়া গ্রামে শহিদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গতকাল (১৯ শে এপ্রিল) রাত আনুমানিক ৮টায় মৃত্যুবরন করেন। বিষয়টি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে থানার অফিসার ইনচার্জের কাছে তথ্য দিতে গেলে গুজব বলে এড়িয়ে যেতে চেষ্টা করেন। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের কাছে জানালে গভীর রাতে পুলিশের একটি দল কয়েকজন স্বাস্থ্যকর্মীসহ ওই বাড়িতে আসেন। এই মুহুর্তে পুলিশের সহযোগিতায় সেখানে লাশ দাফনের প্রস্তুতি চলছে।
জানা যায়, মৃত ব্যক্তি সম্প্রতি টাঙ্গাইল থেকে এলাকায় এসেছেন। টাঙ্গাইলে তিনি বিদেশফেরত একজনের বাসায় কাজ করতেন। টাঙ্গাইল থেকে আসার পর তিনি করোনা উপসর্গ যেমন জ্বর, গলাব্যথা, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ অবস্থা টের পেয়ে স্থানীয় লোকজন গত ১২ই এপ্রিল বিষয়টি উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে জানান। কিন্তু ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি আমলে না নিলে গ্রামের লোকজন নিজ উদ্যোগে ঐ বাড়িটি লকডাউন করে দেন।
এদিকে গত রাতে শহিদুর মারা গেলে বিষয়টি স্থানীয়রা বার বার ওসি মোয়াজ্জেম হোসেনকে ফোনে জানাতে গেলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে এসব তথ্যকে ভূয়া খবর ও গুজব বলে উড়িয়ে দেন। পরে বিষয়টি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমকে জানানো হলে তিনি বলেন, খবরটি আমাদের কানে আসেনি তবে আমরা বিষয়টি দেখছি এবং লোক পাঠানোর ব্যবস্থা করছি। একই সময়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সাথে ক্ষুদ্রবার্তার মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা খবর পেয়েছি এবং আমাদের লোক সেখানে চলে গিয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান আবেদ আলী সরদারও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের কাছে জানা যায়, উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে গত ১০-১৫ দিনে নারায়নগঞ্জ থেকে ৪ সদস্যের একটি পরিবার, নরসিংদী থেকে একজন, গাজীপুর থেকে একজন এবং টাঙ্গাইল থেকে একজন ব্যক্তি এলাকায় প্রবেশ করেন। তারা কোনো ধরনের হোম কোয়ারেন্টাইন না মানলে এলাকাবাসী বিপাকে পড়ে যায় ও আতঙ্ক অনুভব করে। তখন বিষয়টি স্থানীয় কিছু ব্যক্তি উলিপুরের ওসি মোয়াজ্জেম হোসেনকে জানায়। কিন্তুু তিনি তা আমলে নেননি। আজ তাদের মধ্যে শহিদুর রহমান নামের একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকাবাসী মনে করছে এটি ইতিমধ্যেই হয়তো ছড়িয়ে গিয়ে অনেককে আক্রান্ত করে ফেলেছে। এই মুহুর্তে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সূত্রঃ উত্তরবঙ্গের সংবাদ ডটকম