।। আব্দুল মালেক ।।
উলিপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের রোপনকৃত ইরি ধান কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের মৃত মফিল উদ্দিনের পুত্র আব্দুল কাইয়ুমের দীর্ঘদিন ধরে জমি-জমা বিরোধ চলে আসছে। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে আব্দুল কাইয়ুম ও তার দলবল আব্দুর রাজ্জাকের ৪৯ শতাংশ জমিতে রোপণকৃত ইরি ধান ক্ষেতের ১০ শতাংশ পরিমান কাঁচা ধান কর্তন করে নিয়ে যায়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে আব্দুল কাইয়ুমের সাথে কথা হলে তিনি বলেন ‘জমির দলিল, মাঠ রেকর্ড ও খারিজ আমার নামে। তাই আমার জমির ধান আমি কেটে এনেছি’।
থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।