|| ডেস্ক রিপোর্ট ||
রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে সাভার থেকে আসা ১৭ বছরের এক কিশোর ছেলের করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ওই কিশোর গত ১৫ই মার্চ ঢাকার সাভারে রিক্সাচালক মামা আব্দুল মোত্তালেবের বাড়িতে যায়। এরপর সে গত ৭ই এপ্রিল সাভার থেকে রৌমারীর বাসায় আসে। তার জ্বর সর্দিসহ করোনার উপসর্গ দেখা দিলে গত ১১ই এপ্রিল সিভিল সার্জন অফিসের মাধ্যমে তার রক্তের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো পাঠানো হয়। আজ সোমবার কুড়িগ্রামের ৮টি করোনা নমুনার মধ্যে ১টি করোনা পজেটিভের খবর প্রকাশ পায়। করোনার নমুনা সংগ্রহ করার পর গত দু’দিন আগে উক্ত কিশোরের বাসা লকডাউন ঘোষণা করা হয় এবং আজ বাসার অন্যান্য সদস্যদের করোনার নমুনা সংগ্রহ করা হয়।