।। সুভাষ চন্দ্র ।।
উলিপুরের ব্রহ্মপূত্র নদের পাড় হয়ে চরে মহিষকে ঘাস খাওয়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলোনা রাখাল আমিনুল ইসলামের। ব্রহ্মপুত্র নদ সাঁতরিয়ে পার হওয়ার সময় মহিষ তীরে আসলেও স্রোতের ঘূর্ণাবর্তে পড়ে সে তলিয়ে যায়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে জেলার ভারত সীমান্ত লাগোয়া সাহেবের আলগা ইউনিয়নের ঘুঘুমারি চরের উত্তর পাড়া গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদে । এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন হতভাগ্য আমিনুলকে উদ্ধার করতে পারেনি। এঘটনায় গোটা চরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল হকের পূত্র আমিনুল ইসলাম (৪৫) অন্যান্য দিনের মতো সোমবার তাদের গৃহপালিত মহিষ পার্শবর্তি কাজিয়ার চরে ঘাস খাওয়াতে নিয়ে যায়। গতকাল বিকেল বেলা মহিষ নিয়ে ব্রহ্মপূত্র নদ সাঁতরিয়ে বাড়ি ফেরার সময় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিখোজ ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করছেন।