|| নিউজ ডেস্ক ||
উলিপুরে করোনাভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় দুই বন্ধুর নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার (৬ই এপ্রিল) সন্ধ্যায় তাদের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই দুই বন্ধুসহ আশপাশের তিনটি বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, ওই দুই বন্ধুর মধ্যে একজনের ভাই মার্চ মাসে সৌদি আরব থেকে দেশে এসেছেন। প্রবাসীর ভাইয়ের সর্দি, জ্বর ও গলা ব্যথা দেখা দিলে করোনা সন্দেহে আমরা তার নমুনা সংগ্রহ করি। ওই ব্যক্তির সাথে সার্বক্ষণিক চলাফেরা করা তার এক বন্ধুরও নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।