|| শাহিনুল ইসলাম লিটন ||
করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউনের মধ্যে গতকাল শনিবার (৪ এপ্রিল) “যমুনা মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন” দূর্গাপুর ইউনিয়নের যমুনা ব্যাপারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকজন দিনমজুরকে খাদ্য সহায়তা দিয়ে কার্যক্রম শুরু করে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি মরিচ ও ১টি সাবান বিতরণ করে। প্রথম দিনের কার্যক্রমে সংগঠনটি যমুনা মৌজার মোট ১২০ টি পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেয়।
এ বিষয়ে সংগঠনের সাথে জড়িতদের সাথে কথা বললে তারা জানায়, আমরা শিক্ষিত যুব সমাজ। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। সকলের সহযোগীতা পেলে হয়তো সামনে এই অবহেলিত অঞ্চলে আরো মানুষকে সহায়তা করার সুযোগ পাব।
জানা যায়, সংগঠনটি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানো, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহায়তা প্রদান, ব্লাড গ্রুপিং ও ডোনেটিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা প্রদানসহ বেশ কিছু ইতিবাচক কাজ করে এলাকায় সাড়া ফেলেছে।