|| জরীফ উদ্দীন ||
মরণঘাতি করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর (কুড়িগ্রাম)। একাডেমির ব্যবস্থাপনায় আজ ৩রা এপ্রিল সকাল ১০টায় উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছড়ারপাড়া ও বকশীগ্রাম, পান্ডুল ইউনিয়নের কাগজীপাড়া এবং বুড়াবুড়ী ইউনিয়নের দলবাড়ি পাড়ার ২৫০টি পরিবারে সচেতনতামূলক পরামর্শ ও সুরক্ষা সামগ্রী সাবান, ডেটল, ব্লিচিংপাউডার, স্প্রেসেট ইত্যাদি বিতরণ করা হয়। একাডেমির সদস্যরা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে সামগ্রীগুলো বিতরণ করেন।
বিভিন্ন গ্রুপের অংশ হিসেবে এ সময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মা, পরিচালক এন্তাজ আলী, অর্থ সম্পাদক মানবেন্দ্র রায়, জীবন পাল, নীহার রঞ্জন বর্মা, ড. এরশাদুল হক, আতা, সুজন রায় প্রমুখ।