|| নিউজ ডেস্ক ||
করোনাভাইরাসের কারণে সরকারিভাবে সারাদেশে সকল প্রকার গণসমাবেশ, ধর্মীয় সভা ও সমাবেশ বন্ধের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তারই প্রেক্ষিতে আজ বুধবার চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিছিন্নভাবে ব্রহ্মপুত্র নদের তীরে জমায়েত হয়ে স্নান উৎসবে যোগ দেন পূণ্যার্থীরা। সচেতন মহলের ধারণা, প্রশাসনের ব্যর্থতার কারণেই খুব ভোরে স্নান সেরে নিয়েছেম পূণ্যার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলীরা ব্রহ্মপুত্র নদের পাড়ে সমাবিত হয় এবং স্নান উৎসবে যোগ দেন। স্নান উৎসবে যোগ দেয়া অনেকের সাথে কথা হলে তারা জানান, বছরের এই দিনটি আমাদের জন্য বড় একটি দিন। পাপ মোচনের দিন, না আসলে কি চলে। তবে আয়োজককারীরা বলেন, করোনা আতঙ্ক আর প্রশাসনের নিষেধাজ্ঞা না থাকলে এবারে প্রায় ৫ লাখেরও বেশি হিন্দু ধর্মাবলীর পূণ্যার্থীরা যোগ দিত স্নান উৎসবে। বিছিন্নভাবে স্নান উৎসবে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলীরা স্বীকার করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমাদের টহল সব স্থানে আছে। এর মধ্যে যারা এসেছিল তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও আমরা খবর পাওয়া মাত্রই যেখানে মানুষজন সমাবিত হচ্ছে সেখানেই যাচ্ছি এবং সকলকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, এ বিষয়ে নজরদারী বাড়াতে অফিসার-ইন-চার্জকে বলা হয়েছে। এছাড়াও স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার করা হয়েছিল।