|| আব্দুল মালেক ||
করোনাভাইরাস মুক্ত করার লক্ষ্যে উলিপুর থানার অফিসার-ইন-চার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন নিজ উদ্যোগে ৫’শ জনের মাঝে মাস্ক বিতরণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের বিভিন্ন বাজারে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর সোহারাব হোসেন, পিএসআই রাহাত আলম, মিজানুর রহমান, এএসআই সনচয় কুমারসহ পুলিশের একটি দল। পরে থানার অফিসার-ইন-চার্জ মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সম্পুর্ন বাজার পরিদর্শন করা হয়।
উলিপুর থানার ওসির উদ্যোগে ৫’শ জনের মাঝে মাস্ক বিতরণ
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.