।। আব্দুল মালেক ।।
বাংলা ট্রিবিউন পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের পর কারাদন্ড দেয়ার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজী, সাংবাদিক তৈয়বুর রহমান, মোন্নাফ আলী, আবু সাঈদ সরকার, জাহাঙ্গীর আলম সরদার, আলহাজ্ব নুরবক্ত মিয়া, সহিদুল আলম বাবুল প্রমূখ।
গত শুক্রবার রাতে বাড়ি থেকে তুলে জেলা প্রশাসনের কার্যালয়ে এনে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করা হয়। পরে আধা বোতল মদ ও একশ গ্রাম গাঁজা দিয়ে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝঁড় উঠে। ঘটনার পর পরই কুড়িগ্রামের সর্বস্থরের সাংবাদিকরা মানববন্ধন করে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।