।। সুভাষ চন্দ্র।।
বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকাল ১০ টার দিকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা তাকে জামিন দেন। জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়। তার স্ত্রী ও সতীর্থ সাংবাদিকরা তাকে কারাফটকে বরণ করে নেন।
গত শুক্রবার গভীর রাতে, জেলা প্রশাসনের টাস্ক ফোর্স দরজা ভেঙ্গে আরিফুলের ঘরে প্রবেশ করে। তারপর তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ আনে। এ সময় টাস্ক ফোর্সের সদস্যরা আরিফুলকে অমানুষিক নির্যাতন করে। জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ১ বছরের কারাদন্ড দিয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এদিকে, আরিফুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের অপসারণের দাবিতে জেলা সদরসহ ৮ উপজেলার প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন করে।